About Us

image

Dr. Dipankar Lodh

Professor

25 years of experience

MBBS (DMC), FRCS (Glasgow),
FACS (America) FCPS, DLO, MCPS (ENT)
Professor and Head of Unit
National Ear Nose Throat Institute
Tejgaon, Dhaka.

Prof. Dr. Dipankar Lodh obtained his MBBS degree in 1997 from Dhaka Medical College, one of the leading medical schools in the country. He then obtained MCPS in 2002, DLO in 2004 and FCPS in 2007. He also obtained honorary FRCS from Glasgow Royal College of Physicians and Surgeons in England and FACS from America.
For the past twenty five years, he has worked in the country's renowned Bangabandhu Sheikh Mujib Medical University (BSSMU), BIRDEM, Dhaka Medical College & Hospital, Sir Salimullah Medical College & Hospital, Chittagong Medical College & Hospital, Cumilla Medical College & Hospital, Shaheed Syed Nazrul Islam Medical College & Hospital. Now he is working as a teacher  and doctor at the National Institute of ENT. In the meantime, he successfully completed three thousand operations as a treatment for various diseases of the nose, ear and throat. He is involved in teaching as well as treatment. He is part of it
taking classes, preparing question papers, moderating and conducting examinations for students of MBBS, DLO, FCPS, MCPS, & MM (ENT) courses. Besides, He has organized various short term courses for the training of otolaryngologists. He has many researches in the country and abroad
The article has been published. He has presented research papers in various national and international seminars. Currently working as Assistant Editor of Bangladesh Otolaryngology Society published journal. Also co-authored a book on ENT, Temporal Dissection Rhinoplasty and Endoscopy Sinus Surgery-Manual.
He has been involved in many social activities since his student life.  He was the general secretary of the shandhani Dhaka Medical College unit  a voluntary blood donation organization, and the international affairs secretary of shandhani Central Committee. He has also organized free medical camps for the poor and needy patients.

  • DMC Alumni Association
  • Bangladesh otolaryngologists
  • Bangladesh Medical Association
  • Bangladesh Society Of Rhinology

Skills

  • Endoscopic sinus surgery
  • Microscopic ear Surgery
  • Microscopes for thyroid and parotid surgeries
  • Coblation Assisted Tonsillectomy, endoscopic adenoidectomy
  • Coblation Assisted Tonsillectomy, endoscopic adenoidectomy, Excision of vocal cord Polyp, Nodulen
image

অধ্যাপক ডাঃ দিপঙ্কর লোধ

অধ্যাপক

2৫ বছরের অভিজ্ঞতা

এমবিবিএস (ডিএমসি), এফআরসিএস (গ্লাসগো),
এফএসিএস (আমেরিকা) এফসিপিএস, ডিএলও,এমসিপিএস (ইএনটি)
অধ্যাপক ও ইউনিট প্রধান
জাতীয় নাক কান গলা ইন্সিটিটিউট
তেজগাঁও, ঢাকা।

অধ্যাপক ডাঃ দিপঙ্কর লোধ দেশের অন্যতম প্রধান মেডিকেল কলেজ - ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৯৭ ইং সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০০২ সালে এমসিপিএস, ২০০৪ সালে ডিএলও এবং ২০০৭ সালে নাক কান গলা বিষয়ে উচ্চতর ডিগ্রি এফসিপিএস অর্জন করেন এছাড়া তিনি ইংল্যান্ডের গ্লাসগো রয়েল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন্স থেকে সম্মানসূচক এফআরসিএস এবং আমেরিকা থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।
গত ২৫ বছর যাবৎ তিনি দেশের স্বনামধন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএসমইউ),বারডেম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল , চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। 

বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইন্সিটিটিউটে নাক কান গলা বিষয়ের শিক্ষক ও চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ইতিমধ্যে তিনি নাক কান গলার বিভিন্ন রোগের  তিন সহস্রাধিক  অপারেশন সফলতার সহিত সম্পন্ন করেন। তিনি চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিক্ষকতার সহিত জড়িত। এর অংশ হিসেবে তিনি এমবিবিএস, ডিএলও,এফসিপিএস, এমসিপিএস, ও এম এম (ইএনটি) কোর্সের ছাত্র/ছাত্রীদের ক্লাস নেওয়া, প্রশ্নপত্র প্রণয়ন ,মডারেশন ও পরীক্ষা নিয়ে থাকেন । এছাড়া নবীন নাক কান গলার চিকিৎসকগনের প্রশিক্ষনের জন্য বিভিন্ন স্বল্প মেয়াদী কোর্সের আয়োজন করেছেন। দেশে ও দেশের বাহিরে তাহার অনেক গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেছেন । বর্তমানে বাংলাদেশ অটোল্যারিঙ্গোলজী সোসাইটি কর্তৃক প্রকাশিত জার্নালের সহকারী এডিটর হিসাবে কাজ করছেন। এছাড়াও নাক কান গলা বিষয়ক একটি বইয়ের সহকারি লেখক, টেম্পোরাল ডিসেকশন রাইনোপ্লাস্টি ও এন্ডোসকপি সাইনাস সার্জারীর-ম্যানুয়েল তৈরি করেছেন।
ছাত্রজীবন থেকেই তিনি অনেক সামাজিক কর্মকান্ডের সাথে সহিত জড়িত। স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সংগঠন সন্ধানীর  ঢাকা মেডিকেল কলেজ  শাখার সাধারন সম্পাদক, সন্ধানী  কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক ছিলেন। এছড়া তিনি গরিব দুস্থ রুগিদের জন্য বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছেন।

  • DMC Alumni Association
  • Bangladesh otolaryngologists
  • Bangladesh Medical Association
  • Bangladesh Society Of Rhinology

Skills

  • Endoscopic sinus surgery
  • Microscopic ear Surgery
  • Microscopes for thyroid and parotid surgeries
  • Coblation Assisted Tonsillectomy, endoscopic adenoidectomy
  • Coblation Assisted Tonsillectomy, endoscopic adenoidectomy, Excision of vocal cord Polyp, Nodulen