Blog details

  • Home
  • নাকের এলার্জির কারন এবং তার প্রতিকার
image

নাকের এলার্জির কারন এবং তার প্রতিকার

নাকের এলার্জির কারন এবং তার প্রতিকার

নাকের এলার্জি

এলার্জিক রাইনাইটিস অথবা নাকের এলার্জি নাকের একটি এলার্জি জনিত সমস্যা যাতে নাকের ঝিল্লি ও ঝিল্লিরি নিচের অংশ এবং তার পাশের অংশ ফুলে গিয়ে নাক বন্ধ হয়ে যায় এবং রোগীর শ্বাস কষ্ট হয়।

নাকের এলার্জি সারা বছর অথবা বছরে নির্দিষ্ট সময়ে হতে পারে।

কাদের বেশি হয়ঃ

এই রোগটি মহিলা এবং পুরুষ উভয়ের সমানভাবে হতে পারে।

নাকের এলার্জির কারনঃ

বংশগত

অপুষ্টি অথবা পুষ্টিহীনতা

খাদ্যে এলার্জি

ধূলাবালির এলার্জি

ধূয়া বা কালো ধূয়া

হরমোনজনিত

উপসর্গ এবং চিহ্নঃ

প্রচুর পরিমানে হাঁচি হবে

নাক দিয়ে তরল পানি পড়া

নাকে চুলকানি

নাক বন্ধ হয়ে যাওয়া যা নাকের দুই পাশেই হতে পারে।

মাথা ব্যাথা

নাকের অাশেপাশের মাংশগুলি ফুলে বড় হয়ে যায়

এ ধরনের রোগীর এজমা বা শ্বাস কষ্ট ও অ্যাকজিমা বা চামড়ার এলার্জি হতে পারে।

পরীক্ষা – নিরীক্ষাঃ

নাকের ও সাইনাসের এক্স-রে

রক্তের IGE পরীক্ষা

চামড়ার এলার্জি পরীক্ষা

নাক ও সাইনাসের সিটি স্ক্যান করানো

চিকিৎসাঃ

প্রধানত ঔষুধের মাধ্যমেই চিকিৎসা করা হয়। মাঝে মাঝে এ রোগের জন্য অপারেশনও প্রয়োজন হতে পারে।

ঔষুধের মাধ্যমে চিকিৎসাঃ

এলার্জি জাতীয় ঔষুধ বা এন্টিহিস্টামিন জাতীয় ঔষুধ দিনে দুই বা তিনবার বা ১ বার দেয়া হয়।

নাকে স্টেরোয়েড জাতীয় স্প্রে দীর্ঘমেয়াদী দিনে ২ বার দেয়া হয়।

অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে যখন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়।

অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসাঃ

নাকের মাংস বড় হলে অস্ত্রোপচারের মাধ্যমে ছোট করা যেতে পারে।

নাকের হাড় বাঁকা থাকলে অস্ত্রোপচারের মিাধ্যমে সোজা করা যেতে পারে।

নাকের পলিপ হলে ফেম (FESS) করা যেতে পারে।

উপদেশঃ

এ রোগের রোগীদের জন্য অালাদাভঅবে নিয়ম মেনে চলতে হয় । যেমন –

ধুলা-বালি, ধূয়া ত্যাগ করে চলতে হয়

ঠান্ড লাগানো যাবেনা।

এলার্জিজনিত খাবার পরিহার করা।

রোগের পরিনতিঃ

এটি একটি এলার্জিজনিত সমস্যা যা পুরোপুরি ভালো হয়না। কিন্তু ঔষুধ ও নিয়মের মধ্যে থেকে তাকে নিয়ন্ত্রন করা যায়। এবং রোগী স্বাভাবিক জীবন-যাপন করতে পারে। চিকিৎসা ঠিকমত না করালে রোগীর ফুসফুসে শ্বাস কষ্টজনিত (অ্যাজমা)সমস্যা দেখা দিতে পারে। একজন নাক-কান ও গলা বিশেষজ্ঞ -এর অধীনে নিয়মিত চেক-আপ থাকলে ভালো হয়।

অধ্যাপক ডাঃ দিপঙ্কর লোধ

এমবিবিএস (ডিএমসি), এফআরসিএস (গ্লাসগো),

এফএসিএস (আমেরিকা) এফসিপিএস, ডিএলও,এমসিপিএস (ইএনটি)

অধ্যাপক ও ইউনিট প্রধান

জাতীয় নাক কান গলা ইন্সিটিটিউট

তেজগাঁও, ঢাকা।

+880 1711-832942